বগুড়ার ধুনটে যমুনা নদীতে গোসল করতে গিয়ে সুমি আকতার (২২) নামের এক কলেজছাত্রী নিখোঁজ হয়েছে। শহড়াবাড়ী ঘাট এলাকায় এঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার বিকাল পর্যন্ত সুমির কোন সন্ধান পাওয়া যায়নি। এনিয়ে দুই দিন পার হলেও কলেজছাত্রীর সন্ধান পাওয়া যায়নি।
ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য হযরত আলী জানান, ধুনট উপজেলার শহড়াবাড়ী গ্রামের মৃত হায়দার আলীর মেয়ে সুমি আকতার বগুড়া সরকারী আজিজুল হক কলেজ থেকে বিএ ফাইনাল পরীক্ষা শেষে বাড়ীতেই অবস্থান করছিল। বুধবার দুপুর ১টায় সুমি আকতার তার বাড়ীর পাশে যমুনা নদীতে গোসল করতে যায়। কিন্তু এরপর থেকেই সে নিখোঁজ হয়ে যায়। পরে স্থানীয় লোকজন নদীতে নেমে খোঁজাখুজির করেও তার কোন সন্ধান পায়নি। পরে সংবাদ পেয়ে সন্ধ্যা ৭টায় ফায়ার সার্ভিসের কর্মীগণ উদ্ধার কাজে অংশ নেয়।
বগুড়ার ধুনট ফায়ার সার্ভিসের ইনচার্জ সিদ্দিকুর রহমান জানান, বগুড়া জেলায় ডুবুরি দল না থাকায় রাজশাহী থেকে ৭ জন ডুবুরি এনে উদ্ধার কাজে অংশ নিতে একটু সময় লেগেছে। তারপরও ৮ জন ডুবুরি সন্ধ্যা থেকে উদ্ধার কাজে অংশ নিয়েছে।
কিন্তু এখন পর্যন্ত ওই কলেজছাত্রীর কোন সন্ধান পাওয়া যায়নি। তারপরও উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।