কূটনৈতিক রিপোর্টার: তিনদিনের সফরে মঙ্গলবার রাতে ঢাকায় এসে পৌঁছেছেন কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে- কমনওয়েলথভুক্ত এশিয়ার তিন দেশ সফরের অংশ হিসেবে মহাসচিব বাংলাদেশ সফর করছেন। তার সঙ্গে রয়েছেন তিন সদস্যের প্রতিনিধি দল। আগামী ১০ই আগস্ট পর্যন্ত বাংলাদেশ সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ সরকারের বেশ ক’জন মন্ত্রী, বিরোধী রাজনীতিক, কূটনীতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও মহাসচিবের মতবিনিময় হওয়ার কথা রয়েছে। মহাসচিব হওয়ার পর এই প্রথম ঢাকা সফরে আসা প্যাট্রিসিয়া বুধবার দিনের শুরুতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) আয়োজিত কমওয়েলথ বিষয়ক এক সেমিনারে বক্তব্য রাখবেন।
বিস অডিটরিয়ামের ওই বক্তৃতায় পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবসহ দেশি-বিদেশি কূটনীতিকরা উপস্থিত থাকছেন। উল্লেখ্য, কমনওয়েলথ মহাসচিবের ঢাকায় শুভেচ্ছা সফরের জন্য পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তার মিয়ানমার সফর একদিন পিছিয়েছেন। মহাসচিবের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী বৃহস্পতিবার ইয়াংগুন যাবেন। মন্ত্রীর সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসন সংক্রান্ত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের ১৫ সদস্যও মিয়ানমার যাচ্ছেন। মূলত রাখাইন পরিস্থিতি কতটা প্রত্যাবাসন উপযোগী হয়েছে তা দেখতে এবং দেশটির সরকারের ভাষ্য শুনতে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও তার সহযাত্রীরা।