ঘরবাড়ি পরিষ্কার রাখছেন, তারপরও ইঁদুরের উপদ্রব থেকে নিস্তার পাচ্ছেন না। কীটনাশকের সাহায্যে ইঁদুরের হাত থেকে নিস্তার মেলে ঠিকই, তবে এসব কীটনাশকে নানারকম কেমিকেল থাকে।
ফলে, নিয়মিত ব্যবহারে পোকামাকড় নিধন হয় ঠিকই, কিন্তু আপনার এসব ব্যবহার আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতি বয়ে আনে। এর চেয়ে বরং ঘরোয়া উপায়ে ইঁদুরের মোকাবিলা করুন-
১। তুলার ছোট ছোট বল পিপারমিন্ট তেলে ডুবিয়ে ঘরের বিভিন্ন স্থানে রাখুন। পিপারমিন্টের গন্ধ ইঁদুর সহ্য করতে পারে না।
২। লবঙ্গর ঝাঁঝাঁলো গন্ধ ও স্বাদও ইঁদুরের কাছে খুব অস্বস্তিকর। কয়েকটি লবঙ্গ কাপড়ে পেঁচিয়ে ঘরে কোনায় রেখে দিন। ইঁদুর পালাবে!
৩। শুধু ইঁদুর নয় অন্যান্য পোকা যেমন- পিঁপড়ে, তেলাপোকা ও ছাড়পোকা দূর করতেও লাল মরিচ গুঁড়ার কোনও বিকল্প নেই।
ঘরের যেখানে বেশি ইঁদুরের উপদ্রব, সেখানে পুরানো কাপড়ে লাল মরিচ গুঁড়ার পোটলা বানিয়ে রেখে দিন।
৪। রাতে ঘরের বিভিন্ন জায়গায় যথেষ্ট পরিমাণে বেকিং সোডা ছড়িয়ে রাখুন। সকালে ঝাড় দিয়ে ফেলে দেবেন। ইঁদুর পালাবে ঘর ছেড়ে।