পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামী সোমবার থেকে নতুন নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। ২০ আগস্ট পর্যন্ত ছুটির দিন ব্যতীত এ নতুন টাকা নিতে পারবেন সাধারণ জনগণ।
আজ বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের কাউন্টারের মাধ্যমে নতুন নোট বিনিময় করা হবে। এ ছাড়া, ঢাকা শহরের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ১৪টি শাখা থেকেও নতুন নোট বিনিময় করা যাবে। উল্লেখিত সময়ের মধ্যে ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না।