জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. খাজা সায়েম আমির ফয়সল মুজাদ্দেদী শিক্ষার্থীদের ৯ দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেছেন, ছাত্রদের প্রতি অনুরোধ আপনারা মানব ঢাল হিসাবে ব্যবহৃত হবেন না। আন্দোলনের মাধ্যমে অনেকেই ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা করছে।
ছাত্রদের মানব ঢাল হিসেবে ব্যবহারের চিন্তা ধারা নিয়ে মাঠে নেমেছে। আমরা যাতে তাদের এ পরিস্থিতির সুযোগ নেওয়ার অবস্থা তৈরি করে না দেই। আপনারা দেশের শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে ঘরে ফিরে যান।
সোমবার বিকালে জাকের পার্টির বনানীস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অনুরোধ করেন।
জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান বলেন, দেশের স্বার্থ বাদ দিয়ে ব্যক্তি স্বার্থকে কখনই আমরা প্রাধান্য দেই না। জাকের পার্টি অপরাজনীতির সাথে কখনও ছিল না। ভবিষ্যতেও থাকবে না।
সংবাদ সম্মেলনে জাকের পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব এজাজুর রসুল এবং জাকের পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।