ঢাকা: রাজধানীর সায়েন্স ল্যাব থেকে জিগাতলা পর্যন্ত এলাকায় শিক্ষার্থীদের আন্দোলনে আবারও হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ ৫ আগস্ট রবিবার দুপুরে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের অষ্টম দিনের আন্দোলনে ওই এলাকা উত্তাল হয়ে ওঠে। এ সময় একদল সন্ত্রাসীর হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত চার শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। এ ছাড়াও সন্ত্রাসীদের লাঠিসোঁটার আঘাতে আরো শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।
জানা গেছে, সন্ত্রাসীদের হামলায় অন্তত চার শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তাঁরা নিজেদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানান। এদের মধ্যে তিনজনের মাথা ফেটে গেছে, একজনের গালে ধারালো অস্ত্রের আঘাতের কেটে গেছে। প্রাথমিক চিকিৎসার জন্য তাঁদের পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়েছে। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে মারধরের শিকার ঢাকা বিশ্ববিশ্বদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির উদ্দেশ্যে সায়েন্স ল্যাব এলাকায় এলে হঠাৎ করেই সেখানে দুষ্কৃতকারীরা এসে আমাদের ওপর হামলা চালায়। হামলায় অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। এদের সংখ্যা প্রায় শতাধিক।