ঢাকা: নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলন নিয়ে সতর্ক থাকতে জেলা প্রশাসক (ডিসি)- দের নির্দেশনা দেয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেশের সব ডিসিদের কাছে এ নির্দেশ পৌঁছে দেয়া হয়েছে। বলা হয়েছে, ছাত্রছাত্রীদের বুঝিয়ে রাস্তা থেকে ফেরাতে হবে।
এ কাজে শিক্ষকদের সম্পৃক্ত করতে হবে। তাদের বলতে হবে সরকার তাদের সব দাবি মেনে নিয়েছে। তাই এখন আন্দোলনের কোনো মানে হয় না।
এদিকে ডিসিরা মন্ত্রিপরিষদ বিভাগের বার্তা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)-দের কাছে পৌঁছে দিয়েছেন। কয়েকটি জেলার ডিসিদের সঙ্গে আলাপ করে জানা গেছে, জেলাশহরের বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিদ্যালয়ের প্রধানদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। তাদেরকে ছাত্রছাত্রীদের বুঝিয়ে শান্ত করার জন্য বলা হয়। ইউএনওরা তাদের উপজেলা প্রশাসনের স্কুল ও কলেজগুলোর প্রধানদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেশির ভাগ জেলায় ডিসিদের এ বার্তা কাজে আসেনি। উত্তরবঙ্গের এক ডিসি মানবজমিনকে বলেন, ছাত্রছাত্রীদের আন্দোলনে শিক্ষকদের সায় রয়েছে। তাই আমাদের নির্দেশনা খুব একটা কাজে আসছে না।