ঢাকায় এসেছেন কলকাতার অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। সৃষ্টি কালচারাল সেন্টারের উদ্যোগে আয়োজিত এক প্রদর্শনী দেখতেই তিনি ঢাকায় আসেন। কিন্তু প্রদর্শনী তো কলকাতা শহরেরও রোজ গোটা কয়েক হয়েই থাকে৷তবে ঢাকায় তিনি শুধুমাত্র এক প্রদর্শনী দেখতে আসলেন কেন? ইন্দ্রাণী বলছেন, হ্যাঁ শুধুমাত্র এটি দেখতেই এসেছি। এমনটাই কথা ছিল। ২০ বছর পর ঢাকায় এসেছি। আগের চেয়ে শহরের চেহারা অনেকটাই পালটে গেছে। কথা দিয়েছিলাম পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন ‘বাদী বন্দার রূপকথা’র প্রদর্শনী উদ্বোধন করতেই আসব। নিজে চোখে এসে প্রদর্শনীটি দেখে যাব৷কথা রেখেছি।
ইন্দ্রাণী আরও বলছেন, এটা একটা বিশ্বমানের কাজ। কত দর্শক শুনলাম টিকিট না পেয়ে ফিরে গেছেন।