ঢাকা: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও দেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ আজ তার ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে লিখেছেন, ‘একটি গণতান্ত্রিক দেশে জনগণ হচ্ছে চুলার উপর ডেকচিতে ফুটন্ত পানির মতো যাকে যত্নের সাথে লালন করতে হয় আর প্রয়োজনে সময় সময় তাপ কমিয়ে দিতে হয় ও আবার যদি এর উপর ঢাকনি দিয়ে টাইট করে সীল করে দেয়া হয় তাহলে এটা একটি বিস্ফোরোকে পরিণত হয়ে যেতে পারে।’
গত বৃহস্পতিবার ফেসবুকে দেয়া অপর এক স্ট্যাটাসে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন সোহেল তাজ। নিরাপদ সড়ক বাস্তবায়নে সরকারকে সহায়তা করার প্রস্তাবও দেন তিনি।