শ্রীপুরে পাওনা টাকার জেরে খুন

Slider গ্রাম বাংলা


রাতুল মন্ডল শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে পাওনা টাকা চাওয়ায় নিয়ে কথাকাটাকাটি এক পর্যায়ে প্রতিপক্ষের ইটের আঘাতে হাবিবুর রহমান (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত হাবিবুর রহমান (৩৮) উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে নবী হোসেন সরকারের ছেলে। সে পেশায় একজন কাঠ ব্যবসায়ী। অভিযুক্ত হুমায়ুন কবির (৩২) একই গ্রামের আইয়ুব আলীর ছেলে এবং সে পেশায় এক কারখানা শ্রমিক।

শ্রীপুর থানা উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক জানান, কিছুদিন পূর্বে হাবিবুর রহমানের কাছ থেকে হুমায়ুন কবির পাঁচশত টাকা হাওলাদ নেয়। শুক্রবার বিকেলে হুমায়ুন কবিরের সাথে ওই পাওনা টাকা চাওয়া নিয়ে কথাকাটাকাটির তর্কাতর্কির একপর্যায়ের হাতাহাতির ঘটনা ঘটে। পরে হুমায়ুন ইট দিয়ে হাবিবুর রহমানের ঘাড়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ভালুকা নামক স্থানে পৌঁচ্ছালে তাঁর মৃত্যু হয়। এখন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *