ঢাকা: নিরাপদ সড়কের দাবি ও শিক্ষার্থীদের উপর নির্যাতনের প্রতিবাদে রাজধানীর মিরপুরের সনি সিনেমা হলের সামনে মানববন্ধন করে মনিপুর উচ্চ বিদ্যালয় ৯৫তম ব্যাচ ।
এসময় তারা বিভিন্ন স্লোগান ও লেখা সম্বলিত প্লেকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে সরকারের কাছে দাবী জানান । যেসব স্লোগান লেখা ছিলো তা হচ্ছে, ‘ আমি মা এসেছি সন্তানের নিরাপত্তার জন্য’ নিরাপদ বাড়ি ফিরুক প্রতিটি প্রাণ, প্রতিযোগিতামূলক গাড়ি চালান বন্ধ করুন, বিআরটিএর দুর্নীতি বন্ধ করুন, নিরাপদ সড়ক চাই। মানববন্ধনে তারা জানান, আমাদের শিশু কিশোররা রাস্তায় নেমেছে কিছু যৌক্তিক দাবি নিয়ে। তারা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নয়। তাদের সে বয়স হয়নি।
তাহলে কেন পুলিশি নির্যাতন। এর তীব্র নিন্দা জানাই।