ডিএমপি জানিয়েছে, শিক্ষার্থীদের কাছ থেকে অনেক সময় শিক্ষাগ্রহণ করতে হয়। শিক্ষার্থীরা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সরকার তাদের দাবি মেনে নিয়েছে। দাবিগুলোর এখন বাস্তবায়ন চলছে।
বৃহস্পতিবার ডিএমপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম এ কথা বলেন ।
শিক্ষক ও অভিভাবকদের অনুরোধ জানিয়ে মনিরুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা যেন কোনো উস্কানিতে কান না দেয়। শিক্ষার্থীরা ঘরে ফিরে যাক।
আমরা সবার সহযোগিতা কামনা করছি। দেশে আইন মানার যে সংস্কৃতি চালু আছে তাতে আইন মানাতে কিছুটা সময় লাগবে। তবে শিক্ষার্থীদের দাবির পেছনে অনেক সুবিধাবাদী মিথ্যা ছবি ও তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে এই অতিরিক্ত পুলিশ কমিশনার মন্তব্য করেন।