স্টাফ রিপোর্টারঃ
চিত্রটি রাজধানী ঢাকার বনানীর।আগে কেউ কখনও হয়তবা এইরকম ইমার্জেন্সি লেন দেখেনি,এত সুসজ্জিত ভাবে গাড়ী চলাচলও দেখেনি।উপরের ছবিতে রাস্তার যে একপাশ খালি রয়েছে তা দিয়ে এম্বুলেন্স,ফায়ার সার্ভিস ইত্যাদি জরুরী গাড়ী যাওয়ার জন্য খালি রাখা হয়েছে।আর আন্দোলন্রত শিক্ষার্থীরা এই কাজগুলো করছে।
প্রসংগত,আন্দোলনরত শিক্ষার্থীদের হাত থেকে ছাড় পায়নি পুলিশ,মন্ত্রী এবং দেশের কোন ভি আই পি ও।যাদের গাড়ির লাইসেন্স নেই তাদের কোন প্রকার ছাড় দেওয়া হচ্ছে না।