টেকনাফে পৃথক অভিযানে ২১ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৬

Slider গ্রাম বাংলা

কক্সবাজারের টেকনাফে পুলিশের পৃথক অভিযানে ২১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়া জানান, ইয়াবা ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদরের কচুবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।

আটককৃতরা হল টেকনাফ সদরের রাজারছড়া এলাকার ফজল করিমের ছেলে মোঃ আয়াছ (২০), বালুখালী ময়নার ঘোনা রোহিঙ্গা ক্যাম্প ১/১ এর লাল মিয়ার ছেলে হাসমত উল্লাহ (২১), টেকনাফ সদরের কচুবুনিয়া এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে সুরত আলম (৩২)।

এছাড়া একইদিনে হোয়াইক্যং পুলিশ ফাড়িঁর ইনচার্জ উপ-পরিদর্শক বোরহান উদ্দিন ভূইয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম হোয়াইক্যং লম্বাবিল তেচ্ছিব্রীজ
এলাকায় ১ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন টেকনাফ সদরের দক্ষিন গোদার বিল এলাকার আব্দুল মালেকের ছেলে আব্দুর রহিম (২৪), হ্নীলা রঙ্গিখালী লামার পাড়া এলাকার আলী হোসেনের ছেলে মোঃ সোহেল রানা(২১),পৌরসভার পুরান পল্লান পাড়া এলাকার মোঃ আমিন ড্রাইভারের ছেলে মোঃ জাবেদ (২৪) আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে বলে জানায় ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *