৪০ কোটি টাকার ৭৬টি বিলাসবহুল গাড়ি ধ্বংস

Slider বিচিত্র

প্রায় ৪০ কোটি টাকার ৭৬টি বিলাসবহুল গাড়ি ধ্বংস করা হলো ফিলিপাইনে! দেশটির রাষ্ট্রপতি রদ্রিগো দুতার্তে এই গাড়িগুলো ধ্বংস করার নির্দেশ দেন। দুষ্কৃতি ও দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিতেই তিনি এ ধরনের নির্দেশ দেন।

আজ বিভিন্ন আর্ন্তজাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।
দুতার্তে ২০১৬ সালে দেশটির ক্ষমতায় আসার পর থেকেই দুর্নীতি দমনে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছেন। ইতোমধ্যেই মাদক সম্রাট ও দুর্নীতিগ্রস্তের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নিয়েছেন তিনি।

এ ব্যাপারে দুতার্তে জানিয়েছেন, গাড়িগুলো ধ্বংস করা আবশ্যক ছিল। যখন গাড়িগুলো ধ্বংস করা হচ্ছিল, তখন দুতার্তে উপস্থিত ছিলেন।

জানা যায়, মার্সিডিজ, ল্যামবোরঘিনি, হার্লিসহ একাধিক কোম্পানির গাড়ি ও বাইক ধ্বংস করা হয়েছে। গাড়িগুলো বেআইনিভাবে বিদেশ থেকে ফিলিপাইনে নিয়ে আসা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *