ধর্মান্ধতার কারণে নারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে তবে তারা এখন ধর্মান্ধতা কাটিয়ে এগিয়ে যাচ্ছে এবং এর সঙ্গে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বুধবার ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত স্থানীয় সানাই কমিউনিটি সেন্টারে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনে তিনি এ কথা বলেন।
আমু বলেন, দেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, সংসদের স্পিকারসহ গুরুত্বপূর্ণ পদে নারীরা কাজ করে তাদের যোগ্যতা প্রমান করেছেন। আর্ন্তজাতিক পর্যায়ে নারী এমপিরা সম্মান নিয়ে এসেছে। তাই আগামীতে দলে নারী সদস্যদের সর্বক্ষেত্রে প্রধান্য দেয়া হবে।
নারী উন্নয়নে বর্তমান সরকারের নানা সফলতার কথা তুলে ধরে মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারই নারীদের মর্যাদা বৃদ্ধি করেছে। বিনা খরচে নারীদের লেখাপড়ার সুযোগ দিয়ে আওয়ামী লীগ সরকার। শিক্ষিত নারীদের চাকুরির নিশ্চয়তা দিয়েছেন।
এ সময় সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, যুগ্ম সম্পাদক সুলতান হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনির, কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান সিকদার মো. ফারুক ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর বরিশাল সমন্বয়কারী দিপু হাফিজুর রহমান।
প্রতিনিধি সম্মেলনে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।
পরে ঝালকাঠি নতুন ষ্টেডিয়ামের জেলা প্রশাসন আয়েজিত ডিসি কাপ টুর্নামেন্টের উদ্ধোধন করেন শিল্পমন্ত্রী আমু। বিকেল ৪ ঝালকাঠি অফিসার্স ক্লাবের সম্প্রসারিত নতুন ভবনের উদ্ধোধন করেন তিনি।