ঢাকা: রাজধানীর মিরপুর সড়কে আন্দোলনরত শিক্ষার্থীকে পরিবহন শ্রমিকের পেটানোর ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে জাবালে নুর পরিবহনের রোড পারমিট বাতিলের পর গণপরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ শুরু করে। রাজধানীর বিভিন্ন জায়গায় আন্দোলন চলাবস্থায় এক শিক্ষার্থীকে পেটানোর ঘটনা ঘটলো। তবে ঐ শিক্ষার্থীর পরিচয় এখনো জানা যায়নি।
জানা যায়, বাসের চালক ও হেলপাররা এক শিক্ষার্থীকে ধরে নিয়ে মারপিট করে। আন্দোলনে অংশ না নেয়ার কথা জানালেও শিক্ষার্থীকে বাস কর্মচারীরা পেটায় বলে ঐ শিক্ষার্থী অভিযোগ করেন।
এ সময় বিক্ষোব্ধ শিক্ষার্থীরা ব্যাপক গাড়ি ভাঙচুর চালায়। মিরপুর-১০ ও ২’র মাঝামাঝি সড়কে ৪০ টি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানা যায়।