খেলা ডেস্ক: আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৪৩ রান তুলেছিল বাংলাদেশ। বৃষ্টির কারণে লক্ষ্যটা ছোট হয়ে এসেছে। কাটা হয়েছে ওভারও। জিততে হলে ওয়েস্ট ইন্ডিজকে ১১ ওভারে ৯১ রান করতে হবে
সংবাদমাধ্যমে বৃষ্টির কোনো পূর্বাভাস ছিল না। কিন্তু ঘটেছে এর উল্টোটা! সেন্ট কিটসেও তা–ই ঘটেছে। বৃষ্টির কারণে বাংলাদেশের ইনিংস শুরু হতে খানিক দেরি হয়েছে। সেই বৃষ্টি হানা দিয়েছে বাংলাদেশের ইনিংস শেষেও। তাতে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসও শুরু হয়েছে বেশ দেরিতে।
আগে ব্যাটিংয়ে নেমে বাজে শুরুর মাশুল গুনে ৯ উইকেটে ১৪৩ রানের সাদামাটা স্কোর দাঁড় করিয়েছে বাংলাদেশ। বৃষ্টি না নামলে এই লক্ষ্যেরই পিছু ছুটতে হতো ক্যারিবীয়দের। কিন্তু বৃষ্টির কারণে লক্ষ্যটা নেমে এসেছে ১১ ওভারে ৯১ রানে। প্রথম ম্যাচটা জিতে সিরিজে এগিয়ে যেতে হলে এ লক্ষ্যটা ছুঁতে কিংবা টপকে যেতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২ ওভারে ক্যারিবীয়দের স্কোর ২ উইকেটে ১০। দ্বিতীয় ওভারে দুই ওপেনার এভিন লুইস ও আন্দ্রে ফ্লেচারকে তুলে নিয়েছেন মোস্তাফিজুর রহমান।