গাজীপুরে পাখি শিকার করতে গিয়ে বিলের পানিতে ডুবে এক গাড়ির হেলপার নিহত হয়েছে। টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল রবিবার রাতে নিহতের লাশ উদ্ধার করেছে।
আনুমানিক ৩৫ বছর বয়সের নিহত ব্যক্তির পরিচয় আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত পাওয়া যায়নি।
জয়দেবপুর থানার পুবাইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম এবং টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আশিকুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানান, ঢাকা বাইপাস সড়কের গাজীপুরের পূবাইলের বিন্দান (পাতারটেক) এলাকায় জ্যামে অপোমান অজ্ঞাত দুই গাড়ির দুই হেলপার সোমবার সন্ধ্যায় গাড়ি থেকে নেমে সড়কের পাশের বিলে পাখি ধরতে যায়। এসময় একজন হঠাৎ পানিতে তলিয়ে যায় এবং অপরজন পাড়ে উঠে আসে। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও নিখোঁজ যুবকের কোন সন্ধান পায়নি। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে রাতে পানির নীচ থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে পুলিশী হয়রানী ভয়ে ওই হেলপারকে রেখেই তার চালক গাড়িসহ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিহতের পরিচয় মঙ্গলবার বিকেল পর্যন্ত পাওয়া যায়নি।