ঢাকা:সড়ক দুর্ঘটনায় নিহত শহীদ রমিজউদ্দিন কলেজের শিক্ষার্থী দিয়ার পরিবারের সঙ্গে সাক্ষাত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এসময় তিনি তার পরিবারের দাবী মেনে নেয়ার পাশাপাশি
জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার আশ্বাস দেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি মহাখালীতে নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাত করেন এবং সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।
মন্ত্রী বলেন, এ দুর্ঘটনার সঙ্গে জড়িত চালক ও হেলপারসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যাবতীয় বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এক্ষেত্রে কারো প্রভার খাটানোর সুযোগ নেই। জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
দিয়ার পরিবারের সঙ্গে সাক্ষাতকালে দিয়ার ছোটভাইয়ের দাবী অনুযায়ী রমিজউদ্দিন কলেজের সামনে রাস্তা পারাপারের জন্য একটি ফুট ওভারব্রীজ করে দেয়ার প্রতিশ্রুতি দেন তিনি। যতোদিন পর্যন্ত ওভারব্রীজ তৈরি না হবে, ততোদিন পর্যন্ত সেখানে সার্বক্ষণিক ভাবে পুলিশ ও সেনা সহায়তায় শিক্ষার্থীদের রাস্তা পারাপারের ব্যবস্থা করে দেয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। দিয়ার বড় বোনকে চাকরি দিয়ে দেয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় এমপি আবুল কালাম আজাদ ও ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া।
প্রসঙ্গত, গত রোববার দুপুরে হোটেল র্যাডিসনের সামনে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একদল শিক্ষার্থীর ওপর উঠে যায় জাবালে নূর পরিবহনের একটি বেপরোয়া গতির বাস। এতে ঘটনাস্থলে দুই শিক্ষার্থী নিহত হন। আহত হন আরও বেশ কয়েকজন শিক্ষার্থী।