রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আনুষ্ঠানিক ফলে জয়ী এ এইচ এম খায়রুজ্জামান লিটন। তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে লড়েছেন। আওয়ামী লীগের প্রার্থী খায়রুজ্জামান ১৩৮ কেন্দ্রে ভোট পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৩ শত ৯৪ ভোট। তার নিকটতম প্রার্থী বিএনপির মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল পেয়েছেন ৭৮ হাজার ৪ শত ৯২ ভোট। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে লড়াই করেছেন। লিটন ৮৭ হাজার ৯ শত ২ ভোট বেশি পেয়ে জয় লাভ করেছেন।
উল্লেখ্য, রাজশাহীতে বিএনপির মেয়রপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল অভিযোগ করেছেন, দুপুরের আগেই মেয়র প্রার্থীর ব্যালট শেষ হয়েছে।
নৌকা প্রতীকের সমর্থকরা ধানের শীষের এজেন্টদের কেন্দ্রেই প্রবেশ করতে দেয়নি। শেষ পর্যন্ত নিজের ভোটাধিকার প্রয়োগ থেকে বিরত থাকেন বুলবুল।