বরিশাল: বিএনপিসহ ৫টি দল নির্বাচন বর্জন করায় কেন্দ্রে কেন্দ্রে সহিংসহা ছড়িয়ে পড়েছে। কাউন্সিলররা এবার বেপরোয়া হয়ে উঠেছে। যেসব ওয়ার্ডে আওয়ামীলীগের দুইজন প্রার্থী রয়েছে সেখানে বেপরোয়া হয়ে উঠেছে তাদের কর্মীরা। প্রকাশ্যে চলছে ব্যালট ছিনতাই। সদর রোডের টাউন হল কেন্দ্র দুপুরে রণক্ষেত্রে পরিনত হয়। আওয়ামীলীগের দুই দ্রুপের সংর্ঘষে একজন গুরুতর আহত হয়।
পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। একইভাবে ১০নং ওয়ার্ডে সংঘর্ষে জড়িয়ে পড়ে আওয়ামীলীগের দুই প্রার্থী জয়নাল ও এটিএম শহিদের সমর্থকরা। ৬ নং ওয়ার্ডেও দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষের সংবাদও পাওয়া গেছে।