সিলেট: সিলেটের দক্ষিণ সুরমা ঝালোপাড়ার একটি কলোনির বাথরুম থেকে মা-মেয়েসহ তিন জনের গলিত লাশ উদ্ধার করা হয়েছে।
দক্ষিণ সুরমা থানা পুলিশ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে। লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসীর দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ লাশ উদ্ধারের কাজ শুরু করে। এ ঘটনায় এরশাদ নামে ওই কলোনির কেয়ারটেকারকে আটক করেছে পুলিশ। মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ফজল বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, নিহত তিনজনের মধ্যে দুইজন নারী ও একটি শিশুর লাশ রয়েছে। একজনের চোখ ওড়না দিয়ে বাঁধা ছিল। নিহত তিন নারীর সঙ্গে বেড়াতে আসা ব্যক্তি পলাতক রয়েছেন বলেও জানান তিনি। এটিকে হত্যাকাণ্ড হিসেবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান ওসি।
কলোনির মালিক প্রবাসী কামাল আহমেদের বড় ভাই মোস্তফা মিয়া জানিয়েছেন, নিহত তিন নারীই কলোনির কেয়ারটেকার এরশাদের আত্মীয়। তিনদিন আগে নিহত তিনজন ও একজন পুরুষ বেড়াতে আসেন। তারা ওই কক্ষেই ছিলেন। দুই দিন যাবত কক্ষটি তালাবদ্ধ থাকার পর সোমবার দুর্গন্ধ বেরুলে থানায় খবর দেয়া হয়।