বরিশাল: গাজীপুর-খুলনার চেয়েও ভয়ঙ্কর নির্বাচন এখানে দেখছি উল্লেখ করে বরিশালে বাসদ সমর্থিত মেয়র প্রার্থী ডাঃ মনিষা চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, এখানে ইলেকশন কমিশনও ছিলেন।
আমরা যখন এখানে ব্যালট দেখতে চাই তখন আওয়ামী লীগের কিছু কর্মী ছিলেন তারা আমাকে প্রচন্ড জোরে ধাক্কা মারে। আঘাত করে। আমার কাছ থেকে ব্যালট নিয়ে ছিড়ে ফেলে। এখানে দুইজন এজেন্ট ছিলেন তারা স্বীকার করেছেন, আওয়ামী লীগ কর্মীরা জোর করে ব্যালট নিয়ে ছিড়ে ফেলে। এরকমভাবে যদি নির্বাচন হয়, একজন মেয়র প্রার্থী আঘাত পায় তখন নির্বাচনের কি কোনো বৈধতা থাকে? বিষয়টি আমরা জনগণের কাছে তুলে ধরতে চাই।
গাজীপুর-খুলনার চেয়েও ভয়ঙ্কর নির্বাচন আমরা এখানে দেখছি। প্রায় ১০০ কেন্দ্র থেকে ব্যলটে সিল মারার খবর এসেছে। সমস্ত জায়গায় কোনো কোনো এজেন্টদের ওপর হামলা হয়েছে। আমাদের প্রতীকে সিল মারা ব্যালট ছিড়ে ফেলা হচ্ছে। আর সিল মারা হচ্ছে সব নৌকা মার্কায়।