আগামী বাজেটে এর জন্য অর্থ বরাদ্দ রাখা হবে বলে তিনি জানান।
বুধবার দুপুরে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে মুক্তিযোদ্ধা মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, ৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশকে পিছিয়ে দেওয়া হয়েছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন এগিয়ে চলছে।
টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহিরুল হক ডিপটির সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, সংসদ সদস্য খন্দকার আব্দুল বাতেন, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান বীর বিক্রম, সাবেক সচিব আনোয়ার উল আলম শহীদ, জেলা প্রশাসক মাহবুব হোসেন ও পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর প্রমুখ।