মিশরের এক হাম্মামে সমকামী পুরুষদের ভিড়, অভিযানে আটক ৩৩

সারাবিশ্ব

mishorমিশরের কায়রোর অদূরে এক শহরতলীতে রয়েছে এক ‘হাম্মাম’। সেখানে অভিযান চালিয়ে পুলিশ কমপক্ষে ৩৩ জন সমকামী পুরুষকে আটক করেছে। তাদেরকে ওই গোসলখানা থেকে নগ্ন অবস্থায় টেনে-হিঁচড়ে বের করে আনতে দেখা যায়। সমকামীদের গ্রেপ্তারে অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়।
সংবাদ সংস্থা এএফপি ৩৩ জন পুরুষের কথা উল্লেখ করলেও রয়টার্স ২৫-২৬ জন সমকামী পুরুষের কথা জানায়। অভিযোগ প্রমাণিত হলে এদের হাজতবাস করতে হবে বলে জানায় কর্তৃপক্ষ।
মিশরে সমকামী মুসলমান ও খ্রিস্টানদের কিছু বিশেষ গোত্রে চালু রয়েছে। যদিও মিশরের আইনে সম্মতিসূচক সমকামিতা নিষিদ্ধের বিষয়ে স্পষ্টভাবে কিছু বলা নেই, কিন্তু কর্তৃপক্ষ সমকামী পুরুষদের এই ‘লাম্পট্য’ ও ‘লজ্জাহীন’ কর্মকাণ্ডের জন্য আটক করছে।
মিশরে ইসলামিক এবং লিবারেল রাজনৈতিক দলের উভয়ই সমকামী এবং নাস্তিক মানুষদের শাস্তির বিষয়ে একমত রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, ওই হাম্মামের মালিক ৬০ বছর বয়সী এক বৃদ্ধ। তিনি জেনে শুনেই সমকামিতার জন্য তা ভাড়া দিয়েছেন।
গত মাসে মিশরের একটি আদালত সমকামী বিয়ের সময় ৮ জন পুরুষকে দোষী সাব্যস্ত করে।
২০০১ সালে দেশটির নাইল বোট রেস্টুরেন্ট এবং বিভিন্ন এলাকা থেকে সমকামীদের যৌনতা নিয়ে আয়োজিত কয়েকটি পার্টি থেকে ৫২ জন পুরুষকে আটক করে। এদের মধ্যে ২৩ জন দোষীকে ১-৫ বছরের জেল দেয় আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *