‘অামি স্বরাষ্ট্রমন্ত্রী হলে বুদ্ধিজীবীদের গুলি করার নির্দেশ দিতাম’

Slider বিচিত্র

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্নাটকের বিধায়ক বসনগৌড়া পাতিল ইয়াৎনাল বলেছেন, ‘এই সব লোকেরা (বুদ্ধিজীবী) আমাদের দেশে থেকে আমাদের দেওয়া করের টাকায় সকল সুযোগ সুবিধা নেয়। তারপর ভারতীয় সেনার বিরুদ্ধে স্লোগান দেয়।

দেশের জন্য এই বুদ্ধিজীবী ও ধর্মনিরপেক্ষতার চেয়ে বিপজ্জনক আর কিছু নেই। আমি স্বরাষ্ট্রমন্ত্রী হলে এইসব বুদ্ধিজীবীদের গুলি করার নির্দেশ দিতাম। ‘
বৃহ্স্পতিবার কার্গিল বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে এ বিতর্কিত মন্তব্য করেন ইয়াৎনাল।

এদিকে তার এই মন্তব্যকে ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ইয়াৎনালের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে কংগ্রেস এবং জেডিএস।

প্রসঙ্গত, সম্প্রতি কর্নাটকে বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক এম এম কালবুর্গি নিজ বাড়িতে হত্যার শিকার হন। সাংবাদিক গৌরি লঙ্কেশকেও গুলি করে খুন করে দুর্বৃত্তরা। সেই কর্নাটকেই উদারপন্থীদের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করলেন এই বিজেপি বিধায়ক।

বিজেপির প্রবীণ এই নেতা লিঙ্গায়েত সম্প্রদায়ের নেতা।

কর্নাটকের বিজেপি সভাপতি তথা সে রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী বি এস ইয়াদুরাপ্পার ঘনিষ্ঠ তিনি। বাজপেয়ী সরকারে আমলে বস্ত্র ও রেল প্রতিমন্ত্রী ছিলেন ইয়াৎনাল। বিতর্কিত ও উস্কানিমূলক মন্তব্য করে এর আগেও বিতর্কের সৃষ্টি করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *