গাজীপুরে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ অব্যাহত

Slider গ্রাম বাংলা

 

গাজীপুর: বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও নব গঠিত গাজীপুর মহানগর ছাত্রদলের পকেট কমিটি বাতিলের দাবিতে আজও ছাত্রদল নেতৃবৃন্দের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

গত ১৮ই জুলাই গাজীপুর মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা হওয়ার পর থেকে লাগাতার কর্মসূচীর অংশ হিসেবে প্রতিবাদ ও বিক্ষোভ অব্যাহত রয়েছে । মিছিলটি ঢাকা- ময়মনসিংহ মহা সড়কের টংগী স্টেশন রোড হতে টংগী থানা বিএনপি’র কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে বক্তারা অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান এবং গাজীপুর মহানগর ছাত্রদলের পকেট কমিটি বাতিলের দাবি জানান। পরিশেষে সভায় আলহাজ্ব সালাহ্ উদ্দিন সরকার, সিরাজুল ইসলাম সাথী,আমিনুল ইসলাম আমিন, মাসুদ রানা এসে উপস্থিত হন। আলহাজ্ব সালাহ্ উদ্দিন সরকার তার বক্তৃতায় বর্তমান নবগঠিত গাজীপুর মহানগর ছাত্রদল এর নেতৃবৃন্দের সাথে আলোচনা করে গাজীপুর মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময় পরিশ্রমী, মেধাবী, ও রাজপথের ত্যাগী কর্মীদের দিয়ে গঠনের আশ্বাস দেন। তার আশ্বাসে আন্দোলনরত নেতৃবৃন্দ উপস্থিত সকলের সাথে আলোচনা করে চলমান আন্দোলন সাময়িক ভাবে স্থগিত করেন। তবে দেশনেত্রীর মুক্তির আন্দোলন চলমান রাখার ঘোষনা দেন। বিক্ষোভ শেষে বক্তব্য রাখেন ছাত্রনেতা আব্দুর রহমান বাবু,ফারুক হোসেন, সোলায়মান কবির, মাহমুদুল হাসান মিরন, সফিকুর রহমান হিমেল, নাজমুল হাসান নাঈম, , জহিরুল হুদা বাবু, রাসেদুল ইসলাম বাবু, বিপ্লব সরকার, সহ বিভিন্ন ইউনিট এর নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *