জাপানে চলন্ত মসজিদ

Slider সারাবিশ্ব

জাপানে তৈরি করা হয়েছে মোবাইল মসজিদ। ২০২০ সালের গ্রীষ্ণকালীন অলিম্পিকসে আসা মুসলিম পর্যটকরা যাতে জাপানে গিয়ে অস্বস্তিতে না পড়েন, সে কথা মাথায় রেখেই টোকিও স্পোর্টস ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনকারী কোম্পানি এমন আয়োজন করেন।

আল-জাজিরার এক প্রতিবেদনে জানা যায়, চলন্ত এই মসজিদে ৫০ জনের মতো নামাজ আদায় করতে পারবেন। এমনকি ওজুখানার ব্যবস্থাও রাখা হয়েছে সেখানে। মসজিদটি নামাজের সময় উন্মুক্ত রাখা যায় এবং নামাজ শেষে ভাঁজ করে ট্রাকে রূপ দেয়া যায়।

ইয়াসু প্রকল্পের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াশুহারু ইনোয়ী বলেন, ২০২০ সালে যে সংখ্যক মুসলিম পর্যটক আসার কথা, সে অনুসারে মসজিদ অপ্রতুল। আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা মাথায় রেখেই আমরা এমন আয়োজন করেছি।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, একটি উন্মুক্ত ও অতিথিপরায়ণ দেশ হিসেবে মুসলিম দেশগুলোর সঙ্গেও আমরা সৌহার্দপূর্ণ আচরণ করতে চাই। টয়োটা শহরের স্টেডিয়ামের বাইরে চলতি সপ্তাহে প্রথমবারের মতো এ চলন্ত মসজিদের উদ্বোধন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *