বিএনপি শাসনামলের দুর্নীতি ও বেগম খালেদা জিয়া সম্পর্কে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহাবুদ্দিনের বক্তব্যকে এখতিয়ারবহির্ভূত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, দুদকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহাবুদ্দিনের যে বক্তব্য দিয়েছেন তা এখতিয়ারবহির্ভূত। তার মতো সাংবিধানিক পদে থাকা ব্যক্তির মুখে এ ধরনের কথা শোভা পায় না। তিনি রাষ্ট্রীয় শিষ্টাচারবহির্ভূত কথা বলেছেন।
আজ বুধবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধি করা হলে বিএনপি দেশের জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে।
তিনি বলেন, এ সরকার ক্ষমতায় আসার পর মোট ছয়বার বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়িয়েছে। আর চারদলীয় জোটের আমলে বিদ্যুৎ ও গ্যাসের দাম একবার বাড়ানো হয়েছিল।
তিনি আরো বলেন, সরকার আবার লুটপাট করতে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। কিন্তু এ দেশের মানুষ তা সর্বাত্মকভাবে প্রতিরোধ করবে।