খুলনার দৌলতপুরে র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে ইমরান হোসেন রকি নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। র্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও তিন রাউন্ড গুলি সহ ৩০৮ পিচ ইয়াবা উদ্ধার করেছে।
র্যাব জানায়, মঙ্গলবার গভীর রাতে র্যাব-৬ একটি দল নগরীর দৌলতপুর থানার মহেশ্বপাশা এলাকায় তল্লশীর চৌকি বসায়। রাত দেড়টার দিকে এই তল্লশির চকি অতিক্রম করার সময় র্যাব সদস্যরা রকিকে চ্যালেঞ্জ করলে রকি র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। র্যাব ও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে আহত হয় রকি। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
রকির বিরুদ্ধে মাদক আইনে ৭টি মামলা রয়েছে বলে দাবি করেছে র্যাব।