দেশের দুই পুঁজিবাজারে বুধবার সকাল থেকে সূচকের ঊর্ধ্বমুখী ধারায় লেনদেন চলছে। অধিকাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে।
বেলা সাড়ে বারটা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ লেনদেন হয়েছে ২০৬ কোটি টাকা। এসময় ডিএসই তে মোট ২৭৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। দর বেড়েছে ১১৪টির। কমেছে ১১১টি এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির।
বেলা সাড়ে ১২ টা পর্যন্ত ডিএসই এর প্রধান সূচক ৮দশমিক ০৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৫২ দশমিক ১০ পয়েন্টে অবস্থান করছে।
এ সময় পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে গ্রামীণ ফোনের শেয়ার ৯ কোটি ৬৫ লাখ টাকায় শীর্ষে অবস্থান করছিল।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৩ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে ৯ হাজার ২৯৫ দশমিক ৬৬ পয়েন্টে অবস্থান করছে। এ সময় পর্যন্ত সিএসইতে ১৮৫টি কোম্পানি লেনদেন হয়েছে।