সৌদি পৌঁছেছেন ৪১ হাজার ৫৪৮ হজযাত্রী

Slider সারাবিশ্ব

পবিত্র মক্কা শরীফে হজ ব্রত পালনের জন্য ১৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হওয়ার পর থেকে মোট ৪১ হাজার ৫৪৮ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। রোববার রাত ১১টা পর্যন্ত মোট নিয় দিনে ১১৪টি ফ্লাইটে তারা পৌঁছেছেন সৌদি আরব।

জেদ্দা বিমানবন্দর সূত্র জানা যায়, মোট ১১৪টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৫টি ফ্লাইটে ২০ হাজার ৯২২ জন এবং সৌদি এয়ারলাইন্সের ৫৯টি ফ্লাইটে ২০ হাজার ৬২৬ জন হজযাত্রী সৌদি যান। মোট হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৩ হাজার ২৫৯ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৩৮ হাজার ২৮৯ জন যাত্রী রয়েছেন।

শনিবার রাত ১২টা থেকে আজ (রোববার) রাত ৮টা পর্য়ন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫টি ও সৌদি এয়ারলাইন্সের ৫টিসহ মোট ১০টি ফ্লাইটে ৩ হাজার ৭৭১জন সৌদি পৌঁছান। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ১ হাজার ৯৬৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ১ হাজার ৮০৪ জন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *