গাজীপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

জাতীয়

gazipur-1

স্টাফ করেসপন্ডেন্ট

গাজীপুর অফিস: বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে গাজীপুরে বিভিন্ন মানবাধিকার সংগঠন বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মাধ্যমে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে।

এ উপলক্ষ্যে বেলা সাড়ে ১১টায় জাতীয় মানবাধিকার কাউন্সিল (জামাকা) গাজীপুর জেলা শাখার উদ্যোগে শহরে এক বর্নাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি হাবিবুল্লাহ স্বরনী থেকে বের হয়ে শহরের রাজাবাড়ী রোড প্রদক্ষীন শেষে পুন:রায় হাবিবুল্লাহ স্বরণীতে শেষ হয়। র‌্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

DSC00147

জাতীয় মানবাধিকার কাউন্সিল গাজীপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এ বিএম নাসির উদ্দিন নাসিরের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য ডাঃ মোঃ বোরহান উদ্দিন অরণ্যের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ইস্তেকবাল হোসেন নওরোজ, জাতীয় মানবাধিকার কাউন্সিল গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক এ কে এম রিপন আনসারী, গাজীপুর জেলা পুলিশের প্রতিনিধি ইন্সপেক্টর ফারুকুর রহমান, গাজীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি রোমান শাহ আলম, সাধারণ সম্পাদক এম এ ফরিদ, জামাকার জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক এম এ সিদ্দিক সরকার, মহিলা বিষয়ক সম্পাদক ফেরদৌসি আক্তার, মহানগর নেত্রী হা¯œা হেনা, রাবেয়া আক্তার, জাতীয় মানবাধিকার কাউন্সিল কাপাসিয়া উপজেলা জেলা শাখার সভাপতি জুলহাস উদ্দিন, জামাকার গাজীপুর জেলার সমন্বয়কারী মুক্তিযোদ্ধা খন্দকার হাছিবুর রহমান, জেলা শাখার নির্বাহী সদস্য সাংবাদিক জাহিদুর রহমান বকুল, জামাকার গাজীপুর মহানগরের নেতা ও বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের যুগ্ম সম্পাদক মনোয়ার হোসেন রনি, জামাকার জেলা শাখার নেতা মীর আলিমুজ্জামান, মোঃ জাকারিয়া, মোঃ মোস্তফা কামাল, মিজানুর রহমান, তৌহিদ জামিল শিবলী, শেখ মাহবুবুর রহমান, মোঃ সামসুদ্দিন, প্রমূখ।

এদিকে মানবাধিকার সংস্থা আসক(ফাউন্ডেশন) ও বামাকা সহ বিভিন্ন সংগঠন শহরে অনুরুপ র‌্যালী করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *