শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রতিষ্ঠানের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা বিতরণ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সোমবার রংপুরের পীরগঞ্জের বড় আলমপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশ শেষে ক্ষতিগ্রস্তদের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।
সংসদের গণসংযোগ বিভাগ জানায়, এর আগে রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে প্রশিক্ষণ প্রাপ্ত দুস্থ মহিলাদের মাঝে আত্মকর্মসংস্থানের জন্য বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করেন।
পরে রসুলপুর মাহতাবিয়া দ্বিমুখী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক ‘মা সমাবেশে’ স্পিকার বলেন, নারীর উন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার- ফলে নারীরা অর্থনীতিতে অসামান্য অবদান রাখছে। মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হ্রাস পেয়েছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় বিধবা ভাতা পাচ্ছে প্রায় ১০ লাখ নারী।
এসময় স্পিকারের সাথে ছিলেন সংরক্ষিত আসনের এমপি অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া ও উম্মে কুলসুম স্মৃতি। এছাড়া আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।