ঢাকা: বিদেশ যেতে ‘বাধা’ দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে হাইকোর্টে রিট করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
আজ সোমবার বেলা ২টার দিকে হাইকোর্টের বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো.সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে। ইমরান এইচ সরকার জানান, আমার পক্ষে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম আমীর উল ইসলাম শুনানি করবেন।
গত ২০ জুলাই ইমরান এইচ সরকারকে যুক্তরাষ্ট্র যাওয়ার উদ্দেশে বিমানে উঠার আগে তাকে বিমানবন্দরে আটকে দেয়া হয় বলে রিটে উল্লেখ করা হয়।