ঢাকা:আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী, যুক্তফ্রন্ট নেতা জেএসডি সভাপতি আ.স.ম আবদুর রব ও যুক্তফ্রন্ট নেতা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ।
নেতারা গণমাধ্যমে দেওয়া এক যুক্ত বিবৃতিতে বলেন, কুষ্টিয়ার একটি আদালতে হাজিরা দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন বিশিষ্ট সাংবাদিক মাহমুদুর রহমান, তাকে দৈহিকভাবে আক্রমণ করা হয়েছে। এ খবর জেনে আমারা বিস্মিত ও ক্ষুব্ধ হয়েছি। সাংবাদিক সমাজও ক্রুদ্ধ, দেশবাসী হতবাক। এই ঘটনায় সাংবাদিকদের জীবন ও ইজ্জত যেভাবে বিপন্ন হচ্ছে তা গণতন্ত্রের প্রতি আঘাত, যাতে এই সরকারের লজ্জিত হওয়া উচিত। এটা গণতন্ত্র ও বিচার বিভাগের উপর হামলা হিসেবে চিহ্নিত হবে। কলমের স্বাধীনতা নাই।
বিবৃতিতে নেতারা আরো বলেন, কেমন করে আশা করবো সরকারি গুন্ডাদের আক্রমণের মুখে কিভাবে একটি সুষ্ঠু নিরবাচন সম্ভব হবে? তারা বলেন, আমরা দেশবাসীকে গণতন্ত্র রক্ষার স্বার্থে যুক্তফ্রন্টের পিছনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।