মোঃ জাকারিয়া, গাজীপুর অফিস: স্বামী স্ত্রী কলেজের শিক্ষক। স্ত্রীর উচ্চ শিক্ষার সূযোগে স্বামীও গিয়েছিলেন জাপানে। জাপানকে পরিস্কার পরিচ্ছন্ন দেখে তিনি তার মাতৃভূমির অপরিচ্ছনা দূরার অঙ্গিকার করেন মনে মনে। তার অঙ্গীকার বাস্তবায়নে তিনি একাই সামাজিক আন্দোন সৃষ্টির জন্য নিজের তৈরী আন্দোলন উপকরণ নিয়ে নেমেছেন রাস্তায়। আর তাকে দেখতে রাস্তার দুই পাশে ভীড় করেছেন উৎসুক জনতা। কেউ হাসছেন। আবার কেউ বা আন্দোলনকে সমর্থন করে মৌন সম্মতি দিচ্ছেন। ফলে প্রশংসা আর নিন্দায় চলছে ওই শিক্ষকের সামাজিক আন্দোলন। ইস্যু হল পরিচ্ছন বাংলাদেশ চাই। নিঃসন্দেহে এটি একটি ব্যাতিক্রম ধর্মী ও প্রশংসনীয় উদ্যোগ।
গতকাল বিকালে গাজীপুর শহরের রাজবাড়ি রোডের বিভিন্ন স্থানে দেখা গেছে ওই নীতিবান শিক্ষকের সামাজিক আন্দোনের প্রতিকৃতি।
সামাজিক আন্দোলনের নিতিবান শিক্ষকের বিজিটিং কার্ড থেকে পাওয়া যায় –
আবর্জনা কুড়ানোর জন্য কাউকে আহ্বান জানাচ্ছি না।
শুধুই অনুরোধ করছি আমাদের হাতের আবর্জনাটি যেন যত্রতত্র না ফেলি
মোঃ আমিনুল ইসলাম তিতাস
উদ্যোক্তা – পরিচ্ছন্ন বাংলাদেশ
সহকারী অধ্যাপক, গণিত বিভাগ
গাজীপুর সরকারি মহিলা কলেজ, গাজীপুর