নাটোরে বালু বোঝাই ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক-হেলপার দুজনে নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় জেলার বড়াইগ্রাম ও লালপুর উপজেলার সীমান্তবর্তী দাঁইড়পাড়া এলাকায়এ দুর্ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার এস আই ননী গোপাল জানান, শনিবার সন্ধ্যা ৬টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের দাঁইড়পাড়ায় রাজশাহী থেকে রাজবাড়িগামী যাত্রীবাহী বাস সরকার ট্রাভেলসের (রাজবাড়ি ব ১১-০০৭০) সঙ্গে বিপরীতমুখী বালুবোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো ট ১১-৭৫২৬) মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলেই মারা যান।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনায় বাসের কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।