ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক মাহবুব বিন শাহজাহানের বই ‘রিয়েল এস্টেট ল এন্ড আরবান ডেভেলপমেন্ট’ এর মোড়ক উন্মোচিত হয়েছে। শনিবার বেলা বারোটায় বিভাগীয় সভাপতির কক্ষে এর প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। বিভাগের সভাপতি অধ্যাপক ড. জহুরুল ইসলামের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আতিকুর রহমান, অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম, ড. হালিমা খাতুন, সহযোগী অধ্যাপক ড. রেহেনা পারভীন, সহকারী অধ্যাপক সাজ্জাদুর রহমান টিটু,আনিচুর রহমান, মাকসুদা আক্তার, আরমিন খাতুন সহ ভূমি আইনের শিক্ষকবৃন্দ ও বিভাগের শিক্ষার্থীরা।
এসময় লেখক মাহবুব বিন শাহজাহান বলেন, ‘শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাওয়ার পরিপ্রেক্ষিতে আমি সুন্দর একটি বই উপহার দেওয়ার চেষ্টা করেছি। আশা করি এর মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হবে। ’
এসময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সেলিম তোহা বলেন, ‘আজ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের জন্য নতুন দিন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গবেষণাধর্মী নানা কাজ করবে এটিই তাদের কাছে কাম্য। আমি আজ খুবই খুশি ও গর্বিত যে আমার ছাত্র এমন একটি অসাধারণ কাজ করেছে। এমন আরো উদ্ভাবনীমূলক কাজের মাধ্যমে বিশ্ববিদ্যালয় তথা বিভাগ আরো এগিয়ে যাবে এই কামনা রইলো।