চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুরে র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। র্যাবের দাবি, তিনি একজন মাদক ব্যবসায়ী।
এ ঘটনায় আহত হয়েছেন তিন র্যাব সদস্য।
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মোল্লানের মাথা এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে র্যাব আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করে।
নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহত ব্যক্তি শীর্ষ মাদক ব্যবসায়ী বলে র্যাব দাবি করেছে।