গাজীপুর: গাজীপুর মহানগরের ভোগড়া এলাকার আনোয়ার সরকারের বাড়ীতে খুন হওয়া মহিলার পরিচয় পাওয়া গেছে। তিনি রংপুর জেলার কাওনিয়া থানার হারাগাচা এলাকার ইউনুছ আলীর মেয়ে নাম ইয়াসমিন আক্তার( ২৫)। এই ঘটনায় ২জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, ওই ঘটনায় জড়িত সামী মিলটন ওরফে মাসুদ পিতা আঃ নবী সাং সালনা পলাশ টেক থানা জয়দেবপুর জেলা গাজীপুর ও প্রথম স্ত্রী শিখা (২০) পিতা শহিদুল ইসলাম,সাং হরিরাম শাহপুর থানা পীরগঞ্জ জেলা রংপুর কে গত ১৯/৭/২০আজ তাদের কে গাজীপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করি।১৮ তারিখ বাসন সড়ক এলাকা থেকে আটক করি। আটককৃত ২ জনে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বাীকার করেছে বলে জানায় পুলিশ।