গাজীপুর: কাল বৃহসপতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে গাজীপুর সিটির স্থগিত হওয়া ৯ কেন্দ্রের পুন:নির্বাচন। নির্বাচনের আগের দিন আগাম লুটিপাটের আশংকায় নির্বাচন বর্জন করেছেন ৫৩ নং ওয়ার্ডের বিএনপি মনোনীত প্রার্থী মোঃ আতাউর রহমান আতিক।
আজ রাতে তিনি গ্রামবাংলানিউজকে বলেন, নির্বাচন সৃষ্ঠু ও নিরপেক্ষ হবে না। আগাম সংবাদ পেয়েছি। এছাড়া ২৬ জুন যে নির্বাচন হয়েছে কালকের নির্বাচন একই সিস্টেমে হবে। ওই সময় যে কেন্দ্রে গোলমাল হয়েছে ওই কেন্দ্র স্থগিত হয়নি বরং স্থগিত হয়েছে অন্য কেন্দ্র। আমি অভিযোগ করেও কোন প্রতিকার পাই নি। সুতরাং লুটপাট আর জাল ভোটের নির্বাচন হবে, তাই আমি নির্বাচন বর্জন করেছি।
প্রসঙ্গত: ২৬ জুন গাজীপুর সিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে গোলোযোগের হওয়ায় ৯টি কেন্দ্রে ভোট গ্রহন স্থগিত হয়। কাল ১৯ জুলাই স্থগিত হওয়া ৯ কেন্দ্রে পুন:নির্বাচন অনুষ্ঠিত হওয়া কথা রয়েছে।