টাইগারদের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দল ঘোষণা

Slider খেলা

134941_bangladesh_pratidin_bdp_west_Indies

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য জেসন হোল্ডারকে অধিনায়ক করে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ক্যারিবিয় ক্রিকেট বোর্ড। ওয়েস্ট ইন্ডিজ শিবিরে ফিরেছেন আন্দ্রে রাসেল।

অন্যদিকে, বিশ্রামে রাখা হয়েছে ক্রেমার রোচকে।
এ ব্যাপারে ওয়েস্ট ইন্ডিজের কোচ স্টুয়ার্ট ল বলেছেন, ‘এটা আমাদের ২০১৯ সালের বিশ্বকাপ প্রস্তুতির শুরু। খেলোয়াড়দের দলে জায়গা করে নেওয়ার সুযোগ এটা। রাসেলকে পেয়ে ভালো লাগছে। তার বিধ্বংসী শক্তি ও অ্যানার্জি দলের প্রাণচাঞ্চল্য বাড়াবে। ’

গায়ানায় সিরিজের প্রথম ওয়ানডেটি অনুষ্ঠিত হবে ২২ জুলাই। এরপর ২৬ ও ২৮ জুলাই সিরিজের বাকি দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, এর আগে দুই টেস্ট সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজ দল
জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, দেবেন্দ্র বিশু, শিমরণ হেটমেয়ার, শাই হোপ, ইভিন লুইস, আলজারি জোসেফ, জেসন মোহাম্মদ, কেমো পল, অ্যাসলে নার্স, কিয়েরান পাওয়েল, আন্দ্রে রাসেল, রোভমান পাওয়েল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *