দ্বিতীয়বার বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা-উরুগুয়ের ক্লাবে নাম লিখিয়েছে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট তো মস্কোর গ্যালারিতে বসেই খেলা দেখেছেন।
জয়ের পর বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছেন। সুতরাং প্যারিসের জনগণের মনে কী অবস্থা তা অনুমান করা কষ্টকর নয়। প্যারিস এখন পরিণত হয়েছে উৎসবের নগরীতে।
ক্রোয়েশিয়াকে রবিবার রাতে ৪-২ গোলে হারায় ফ্রান্স। রেফারির শেষ বাঁশি বাজতেই প্রায় ১০ লাখ ফরাসি লাল-সাদা-নীল রঙের পতাকা জড়িয়ে রাজপথে নেমে আসেন।
তাদের কণ্ঠে ছিল জাতীয় সঙ্গীত, চোখে পানি। তাদের দাবি, ফ্রান্স এবার সত্যি সত্যি নিজেদের ফুটবলের অন্যতম পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছে।
সমর্থকরা রাস্তায় নেমে আসায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় দাঙ্গা পুলিশকে।
জনগণকে জঙ্গি হামলার বিষয়ে সতর্ক করা হয়েছিল। কিন্তু কার কথা কে শুনে!