চমক আর অঘটন যেন নিত্যসঙ্গী ছিল রাশিয়া বিশ্বকাপের। গ্রুপ পর্বেই জার্মানির বিদায় দিয়ে শুরু সেই অঘটনের।
এরপর একের পর এক চমক দেখিয়েছে দলগুলো। শেষ ষোলতে আর্জেন্টিনা, স্পেন ও পর্তুগাল যথাক্রমে হারিয়েছে ফ্রান্স, রাশিয়া ও উরুগুয়ে। কোয়ার্টারে ব্রাজিলকে হারিয়ে আরও চমক দেখায় বেলজিয়াম। তবে সবকিছুকে ছাপিয়ে গেছে এমন এক রেকর্ড যেখানে কেউই নাম লেখাতে না। আর তার হল- আত্মঘাতী গোলের রেকর্ড।
সর্বশেষ এই তালিকায় যোগ হলেন ক্রোয়েশিয়ার মারিও মানজুকিচ। গতকাল রাতে ফ্রান্সের বিপক্ষে ফাইনাল ম্যাচের শুরুতেই আত্মঘাতী গোল করেন তিনি। এ নিয়ে রাশিয়া বিশ্বকাপে ১২তম আত্মঘাতী গোল হল।
এর আগে ১৯৯৮ বিশ্বকাপে সর্বোচ্চ ৬টি আত্মঘাতী গোল হয়েছিল।
রাশিয়া বিশ্বকাপ উপহার দিয়েছে তার দ্বিগুণ।
রাশিয়া বিশ্বকাপে যে ১২টি আত্মঘাতী গোল হয়েছে
১. ইয়ান সোমার – সুইজারল্যান্ড (কোস্টারিকার বিপক্ষে)
২. আজিজ বেহিচ – অস্ট্রেলিয়া (ফ্রান্সের বিপক্ষে)
৩. আহমেদ ফাথি – মিশর (রাশিয়ার বিপক্ষে)
৪. এডসন আলভারেজ – মেক্সিকো (সুইডেনের বিপক্ষে)
৫. আজিজ বুহাদ্দুজ – মরক্কো (ইরানের বিপক্ষে)
৬. ওঘেনেকারো ইতেবো – নাইজেরিয়া (ক্রোয়েশিয়ার বিপক্ষে)
৭. থিয়াগো সিয়োনেক – পোল্যান্ড (সেনেগালের বিপক্ষে)
৮. ডেনিশ চেরিশেভ – রাশিয়া (উরুগুয়ের বিপক্ষে)
৯. সার্জেই ইগ্নাশেভিচ – রাশিয়া (স্পেনের বিপক্ষে)
১০. ইয়াসিন মেরিয়াহ – তিউনিশিয়া (পানামার বিপক্ষে)
১১. ফার্নান্দিনহো – ব্রাজিল (বেলজিয়ামের বিপক্ষে)
১২. মারিও মানজুকিচ – ক্রোয়েশিয়া (ফ্রান্সের বিপক্ষে, ফাইনালে)