ভারতে জেল ভেঙে পালিয়েছে বিচারাধীন ১৫ আসামি। আর পালানোর সময় পুলিশের গুলিতে নিহত হয়েছে পাঁচজন।
দেশটির ঝাড়খন্ড রাজ্যের রাজধানী রাচি থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত কোলান বিভাগের পশ্চিম সিংভূম জেলার চাইবাসা বিভাগীয় কারগারে মঙ্গলবার এই ঘটনা ঘটেছে।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
একসঙ্গে বিচারধীন ২০ আসামি জেল ভেঙে পালানোর চেষ্টা করে। এদের মধ্যে অধিকাংশ মাওবাদী আন্দোলনের প্রথম সারির নেতা। কারাগার থেকে পালানোর সময় পুশিল আসামিদের ধরতে ব্যর্থ হয়ে তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। এসময় পাঁচ আসামি নিহত হয়।
কোলানের বিভাগীয় পুলিশ উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ নেহাল ঘটনার পর গণমাধ্যমকে জানিয়েছেন, তার জানা মতে, পলানোর সময় দুজন আসামি পুলিশের গুলিতে নিহত হয়েছে। তবে দন্তনের পর সঠিক সংখ্যা জানানো যাবে। এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে।
নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন মাওবাদী নেতা টিপা দাস ও রাম বিলাস তাঁতী।
মোহাম্মদ নেহাল আরো জানান, ঘটনার পর ঝাড়খন্ডের সব কারাগারে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিম সিংভূম জেলা থেকে বের হওয়ার সবগুলো পয়েন্টে তল্লাশি চৌকি বসানো হয়েছে।
জেল ভেঙে পালানো আসামিদের পরিচয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তদন্ত শেষে সব জানা যাবে। তবে এর মধ্যে মাওবাদী বিদ্রোহী ও সন্ত্রাসীরা রয়েছে।
মঙ্গলবার ৫১ আসামিকে পুলিশ ভ্যানে করে আদালতে নেওয়া হয়েছিল। একই ভ্যানে তাদের কারাগারে ফিরিয়ে আনা হয় হচ্ছিল। পুলিশ ভ্যান কারাগার প্রাঙ্গণে প্রবেশ করার পর আসামিরা একে একে নামা শুরু করে। এদের কয়েকজন কারাগারের ভেতরে প্রবেশ করে। এসময় কয়েকজন আসামি পুলিশ সদস্যদের চোখে মরিচের গুড়া ছিটিয়ে দিয়ে পালাতে শুরু করে। ১৫ জন পালাতে সক্ষম হয় এবং পাঁচজন পুলিশের গুলিতে নিহত হয়।
জেল ভেঙে পালানোর জন্য মাওবাদীদের অভিযোগ করেছে পুলিশ। তবে মাওবাদীদের পক্ষ থেকে এ নিয়ে কোনো কথা বলা হয়নি এখনো।
ঘটনার তদন্তে পুলিশের উচ্চ পর্যায় থেকে তদন্ত কমিটি করা হয়েছে।
