শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ ৫০ কার্টন ডানহিল সিগারেট ও প্রায় ১৩ কেজি গোরি ক্রিমসহ ওমর ফারুক নামে এক যাত্রীকে আটক করেছে। আজ শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক ফারুকের বাড়ি চট্টগ্রামের আগ্রাবাদে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে দুবাই থেকে ঢাকা আসা একটি ফ্লাইটে এক যাত্রীর কাছ থেকে ৫০ কার্টন ডানহিল সিগারেট, প্রায় ১৩ কেজি গোরি ক্রিমের পাশাপাশি ব্যাগেজ সুবিধার অতিরিক্ত ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার এবং পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লাগেজ সংগ্রহের সময় স্ক্যানিং ফাঁকি দিয়ে গ্রিন চ্যানেল অতিক্রম করার পর শুল্ক গোয়েন্দার একটি দল তাকে আটক করে। এ ঘটনায় তার বিরুদ্ধে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।