ডেস্ক : ২০১৫ সালের ১২ জানুয়ারিতে ফিফা ব্যালন ডি’অর পুরস্কার দেওয়া হবে। ফিফার সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদো, বার্সেলোনার লিওনেল মেসি ও বায়ার্নের ম্যানুয়েল ন্যুয়ার।
২০১৩ সালে চারবারের বিশ্ব সেরা মেসিকে টপকে ব্যালন ডি’অর জিতেছিলেন রোনালদো। এবারো ফিফার বর্ষসেরার পুরস্কারটি রোনালদোর হাতে উঠবে বলে বিশ্বাস রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার হামেস রদ্রিগেসের।
রিয়ালের তরুণ তুর্কী মনে করেন রোনালদো ব্যালন ডি’অরের ৯৯ শতাংশ ভোট পাবেন। কলম্বিয়ার এই তারকা মার্কাকে বলেন, ‘এই মুহূর্তে ব্যালন ডি’অরের যোগ্য একমাত্র রোনালদোই। আমার বিশ্বাস রোনালদোই সেরার মুকুটটি পাবেন। কারণ রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে তার অবদান সবচেয়ে বেশি।’
রিয়াল মাদ্রিদের কোচ আনচেলত্তির সঙ্গে সুর মিলিয়ে রদ্রিগেজ বলেন, ‘রোনালদোর ৯৯ শতাংশ ভোট পাওয়া উচিত। বর্তমানে অন্য সবার সঙ্গে রোনালদোর অনেক পার্থক্য। সে সফল একজন ফুটবলার। যথেস্ট পরিশ্রমী। এ কারণেই সে বিশ্বসেরা।’