জয়ার একক আধিপত্য!

Slider বিনোদন ও মিডিয়া

1487793088_7411

জয়ার ব্যস্ততা এখন সিনেমায়, একটা সময় কেবল ছোট পর্দায় অভিনয় করলেও এখন বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ দুই জায়গাতেই সমান দাপট। সু-অভিনেত্রীর সার্টিফিকেট তিনি আগেই পেয়েছেন। নায়িকা হিসেবেও নিখিল বাংলা চলচ্চিত্র জগতে জয়া নিজেকে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। অভিনয় জগতে একলা তারার মতো আলো বিলিয়ে যাচ্ছেন জয়া আহসান। সময় যতো যাচ্ছে সেই তারার উজ্জ্বলতাও ততো বাড়ছে। বাড়ছে তার কাজের পরিধি।

চলতি বছরের এই শেষ কয়েকটি মাস কলকাতার পর্দাজুড়ে থাকবেন জয়া। এ সময়ে তার অভিনীত অন্তত চারটি সিনেমা মুক্তি পাবে ভারতে।

শুরুটা হবে বিরসা দাশগুপ্ত পরিচালিত ‘ক্রিসক্রস’ চলচ্চিত্রের মাধ্যমে। আগস্টে প্রেক্ষাগৃহে আসবে এই সিনেমা। ভিন্ন শ্রেণি পেশার ছয় নারীকে নিয়ে নির্মিত হয়েছে ‘চিক ফ্লিক’ ধাঁচের এই সিনেমা। যেখানে জয়ার চরিত্রটির নাম মিস সেন। ‘ক্রিসক্রস’-এ আরও অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, সোহিনী সরকার, প্রিয়াঙ্কা সরকার ও ঋদ্ধিমা ঘোষ।

এরপর একে একে মুক্তি পাবে ‘এক যে ছিল’, ‘ঝরা পালক’ ও ‘বৃষ্টি তোমাকে দিলাম’ ছবিগুলো।

এদিকে, জয়া অভিনীত বহুল প্রতিক্ষীত ‘কণ্ঠ’ ছবিটিরও মুক্তির ক্ষণ গণনা শুরু হয়ে গেছে। সবকিছু ঠিক থাকলে ২০১৯ সালের ১৮ জানুয়ারি মুক্তি পাবে এ সিনেমা। এই সিনেমায় প্রথম বারের মতো একজন ডাক্তারের ভূমিকায় অভিনয় করেছেন জয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *